ধুনটে অভিভাবক সদস্য পদে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

বগুড়ার ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষ্যে অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৭ অক্টোবর ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার ম্যানেজিং কমিটির প্রার্থীদের মনোনয়ন জমাদানের শেষ দিন ছিল। নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ