বগুড়া ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় গুনগত মান সম্মত শিক্ষা নিশ্চিত এবং জেএসসি ও এসএসসি পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জনের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন পরিচালনা কমিটির সদস্য আব্দুস ছালাম, ভিপি সাইফুল ইসলাম, বাহাদুর আলী, শহিদুল্লাহ খান মুক্তা, শিক্ষক একেএম আজাদ, আশুতোষ মোহন্ত, শংকর কুমার, শফিকুল ইসলাম, কামরুল হাসান, উজ্জল কুমার সরকার, অভিভাবক আব্দুস ছাত্তার খান, আরজিনা বেগম, আতাউর রহমান খান, ছানোয়ার হোসেন, আরেফিন আহমেদ, শিক্ষার্থী সোহান আহমেদ, সমাপ্তি খাতুন ও সুমাইয়া নূর।