ধুনটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জিল্লুর রহমান.


বগুড়ার ধুনট এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রাক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ এবং শতভাগ ফল অর্জনের লক্ষ্যে বিদ্যালয়ের সভা কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিন্নাহ।

সমাবেশে আরো বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস ছালাম, ভিপি সাইফুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, সহকারী শিক্ষক একেএম আজাদ, সোলায়মান আলী, শংকর কুমার ঘোষ, অভিভাবক ছানোয়ার হোসেন, আশরাফ আলী, শিক্ষার্থী ইমরান ফয়সাল, জয়শ্রী সাহা ও উম্মে ত্যায়েবা উষা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক উজ্জল কুমার।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ