তারিকুল ইসলাম.
বগুড়ার ধুনট উপজেলায় অতি দরিদ্র ৪০টি পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এরমধ্যে ২০টি পরিবারকে ২হাজার করে নগদ টাকা এবং ২০টি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়। খাদ্য সহায়তার মাঝে ছিল চাল, ডাল, তেল ও আলু।
পার্টসারস ইন সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল (পিএসডিআই), ইউএসএ এর অর্থায়নে পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রামের (পিইপি) আওতায় এসব সহায়তা দেয়া হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার মাঠপাড়া এলাকায় ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্পের (ডিআইডিপি) কার্যালয়ে সহায়তা বিতরণ অনুষ্ঠিত হয়।
দরিদ্র পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ ও খাদ্য সহায়তা তুলে দেন প্রধান অতিথি ব্যবসায়ী আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক বাবুল ইসলাম, ডিআইডিপি’র উপজেলা মাঠ সমন্বয়কারী দিলীপ কুমার ও সমাজকর্মী সাদি খাতুন সেবা প্রমুখ।