
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের দিঘলকান্দী গ্রামের মধুসুধন চন্দ্র শীল পেশায় একজন নরসুন্দর। দীর্ঘদিন যাবত প্যারালাইজড হয়ে বাড়িতে পড়ে আছেন। একদিকে অসুস্থ্যতার কারনে তিনি পেশাগত কাজ করতে পারছেন না। অন্যদিকে তাঁর প্রয়োজন চিকিৎসা। আয় বন্ধ হলেও চিকিৎসা ও জীবিকার ব্যয় মেটাতে বিপর্যয়ের মুখে পড়েন হতদরিদ্র মধুসুধন চন্দ্র শীল।
অসুস্থ্য এই নরসুন্দরের চিকিৎসা ও পরিবারের আর্থিক সংকটে পাশে দাঁড়িয়েছেন বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী। তিনি ব্যক্তিগত তহবিল থেকে মধুসুধন চন্দ্র শীলকে আর্থিক অনুদান প্রদান করেছেন। এছাড়া তাঁর চিকিৎসা ও পরিবারের সহায়তায় পরবর্তিতেও পাশে থাকার আগ্রহ ব্যক্ত করেছেন।

শুক্রবার বিকেলে আসিফ সিরাজ রব্বানীর পক্ষ থেকে নগদ অর্থ মধুসুধনের পরিবারের নিকট পৌছে দেন ধুনট পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম।
এসময় চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল করিম টুন্টু, শাহীন আকতার, রায়হান, খোকন, মুঞ্জিল ও ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা আকতার আলম সেলিম বলেন ‘আমাদের নেতা তারেক রহমান অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশে আসিফ সিরাজ রব্বানী শেরপুর-ধুনট উপজেলায় চিকিৎসা ও শিক্ষা সহায়তাসহ মানবিক আহবান ও সামাজ উন্নয়নে কাজ করছেন। এটি মহৎ প্রচেষ্টা’।
