ধুনটে অ্যাস্ট্রোজেনেকা টিকার ২য় ডোজ বন্ধ থাকবে ৫দিন !

আমিনুল ইসলাম শ্রাবণ.

বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা কেন্দ্রে অ্যাস্ট্রোজেনেকা টিকার ২য় ডোজ প্রদান বন্ধ থাকবে ৫দিন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে আগামী সোমবার পর্যন্ত এই টিকা প্রদান করা হবে না। তবে সিনোফার্মের টিকার প্রথম ও ২য় ডোজের কার্যক্রম যথারীতি চালু থাকবে। আজ বুধবার ধুনট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসানুল হাছিব এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৭ ফেরুব্রয়ারি সারাদেশে এক যোগে টিকা কার্যক্রম শুরু হয়। যার ধারাবাহিকতায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাস্ট্রোজেনেকা টিকা প্রদান কার্যক্রম চালু করা হয়। এরপর অ্যাস্ট্রোজেনেকা টিকা সংকটের কারনে গত মে মাসেই সারাদেশে এক যোগে বন্ধ হয়ে যায় এই টিকা প্রদান।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, গত ৭ ফেব্রুয়ারি থেকে ধুনট উপজেলার বিপুল সংখ্যক মানুষ অ্যাস্ট্রোজেনেকা টিকার প্রথম ডোজ গ্রহন করে। কিন্তু প্রায় ২হাজার মানুষের ২য় ডোজ বাদ রেখেই গত মে মাসে টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে ২য় ডোজের অপেক্ষায় ছিলেন তারা।

চলতি মাসের ২য় সপ্তাহে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাস্ট্রোজেনেকা টিকা সরবরাহ করা হয়। এরপর গত শনিবার (১৪ আগস্ট) থেকে বাদ পড়া ব্যক্তিদের ২য় ডোজ প্রদান শুরু হয় । আজ বুধবার পর্যন্ত ১হাজার ১৬০জনকে এই টিকার ২য় ডোজ প্রদান করা হয়েছে।

এ অবস্থায় আগামী ৫দিন অ্যাস্ট্রোজেনেকা টিকার ২য় ডোজের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ১৯ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে এই টিকা প্রদান।

ধুনট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসানুল হাছিব এ তথ্য নিশ্চিত করে বলেন ৫দিন পর আগামী ২৪ আগস্ট থেকে অ্যাস্ট্রোজেনেকা টিকার ২য় ডোজ প্রদান করা হবে। এর কারন হিসেবে ধুনট বার্তাকে তিনি বলেন যাদের ২য় ডোজ বাকী রয়েছে, ইতিমধ্যে আমরা তাদের ম্যাসেজ পাঠিয়েছি। প্রায় ৬০ ভাগ মানুষ ই‌তোম‌ধ্যে এই টিকার ২য় ডোজ পেয়েছেন।

ধুনট উপজেলায় গত ১৩জুলাই থেকে দ্বিতীয় দফায় করোনার প্রথম ডোজের টিকা কার্যক্রম শুরু হয়। এ দফায় সিনোফার্মের টিকা প্রদান করা হচ্ছে। যার ২য় ডোজের কার্যক্রম শুরু হয় ১০ আগস্ট থেকে। বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনোফার্মের টিকার প্রথম ও ২য় ডোজ এবং অ্যাস্ট্রোজেনেকা টিকার ২য় ডোজ প্রদান করা হচ্ছিল। অ্যাস্ট্রোজেনেকা টিকার ২য় ডোজ প্রদান ৫ দিন বন্ধ থাকলেও সিনোফার্মের টিকার প্রথম ও ২য় ডোজ যথারীতি চালু থাকবে।

মোবাইলে এসএসএম পাবার পর টিকা কার্ড নিয়ে টিকা গ্রহনের জন্য আসার পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসুন হাছিব।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ