ধুনটে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনু‌ষ্ঠিত

বগুড়ার ধুনট ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

আওয়ামী লীগ নেতা মোস্তাফিজার রহমান মিন্টুর সভাপতিত্বে কর্মী সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসিন আলম, সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, শফিকুল ইসলাম, রেজাউল করিম দুলাল, দপ্তর সম্পাদক আফছার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা আলেফ বাদশা, শামীম মন্ডল, হায়দার আলী, খোরশেদ আলম, তোজাম্মেল হক, দেলবার হোসেন, যুবলীগ নেতা আলীম আল রাজি বুলেট, শ্রমিক লীগ নেতা রুবেল মাহমুদ, ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিন ও যুব মহিলা লীগ নেত্রী সীমা খাতুন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ