Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনটে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। শুক্রবার সকাল ৯টায় আখেরী মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মেহমান মাওলানা হযরত ফারুক। প্রায় ১০ মিনিট ব্যাপী মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহ্র শান্তি-সমৃদ্ধি ও কল্যান কামনা করা হয়। এ সময় মুসুল্লীদের আমিন আমিন ধ্বনীতে ইজতেমা ময়দান মুখরিত হয়ে ওঠে।
গত বুধবার বাদ আসর আম বয়ানের মধ্যদিয়ে সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় ৩ দিন ব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা। ইজতেমায় প্রতিদিন ফজর, যোহর, আছর ও মাগরিব নামাজ শেষে দেশ-বিদেশের ওলামায়ে কেরামগণ আল্লাহ্র সন্তুষ্টি অর্জন, নবী-রসূলের তরিকা এবং দ্বীন ইসলামের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। এছাড়া দ্বীন ইসলাম কায়েমে দাওয়াতে তাবলীগের গুরুত্ব তুলে ধরা হয়। প্রতিবছরের ন্যায় এবার ও ইজতেমায় অনেক জামায়াত তৈরী করা হয়েছে। এসব জামায়াতে কয়েকশত মুসুল্লী দাওয়াতে তাবলীগের কাজে বেরিয়েছেন।
ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ূন কবীর জানান, ৪০ বছরের পুরানো এ ইজতেমা দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিত। এবারের ইজতেমায় লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। এরমধ্যে বধির জামায়াতসহ মরোক্কো, চাঁদ, মালয়েশিয়া ও সৌদি আরবের মুসুল্লীও ছিলেন। এবারের ইজতেমায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়োজিত ছিল পুলিশের বিশেষ নজর দারি। শুক্রবার ভোর থেকে বগুড়া ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে আখেরী মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানে আসেন মুসুল্লীরা। শুক্রবার সকাল ৯ টায় আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ৪০ তম বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।