ধুনটে আগুনে পুড়ে সর্বশান্ত দুই কৃষক পরিবার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় দুই কৃষক পরিবারের বসতঘর, আসবাবপত্র ও ধান পুড়ে গেছে। এতে ওই দুটি পরিবার সর্বশান্ত হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামে এ ঘটনা ঘটে।

    ধুনট উপজেলা দমকল বাহিনীর ষ্টেশন অফিসার সামশুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার ধামাচামা গ্রামের আজিজার মন্ডলের ছেলে আফতাব হোসেন ও শওকত মন্ডলের ছেলে ফরহাদ মন্ডলে বাড়িতে সোমবার সকালের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করে।

    খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন। অগ্নিকান্ডে দুইটি পরিবারের চারটি বসতঘর, আসবাবপত্র এবং আফতাব মন্ডলের ১০০ মন ধান এবং ফরহাদ মন্ডলের ৪০ মন ধান পুড়ে গেছে। এতে ওই দুই পরিবারের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাছরিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সাথে কথা বলে তাদের সহযোগিতা করা হবে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ