ধুনটে আগুনে পুড়লো তিন পরিবারের ৮ ঘর

বগুড়ার ধুনট উপজেলায় অগ্নিকান্ডেল ঘটনায় ৩ টি পরিবারের ঘরে থাকা সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজলোর মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধুনট উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শামসুল আলম জানান, রাস্তা ভাল না থাকায় গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির ঘরগুলো পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে নিরূপণ করা যাবে। তবে স্থানীয়রা ধারনা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

মথুরাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজাহার আলী জানান আগুনে পুড়ে ৩ পরিবারের ৮টি ঘর, আসবাবপত্রসহ ধান, চাল ও নগদ প্রায় ৩০ হাজার টাকা পুড়ে যায়। এ অগ্নিকান্ডে আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ নুরজাহান বেগম, আব্দুর রাজ্জাক ও ফোরহাদ হোসেন বলেন আমাদের পরিবারগুলোর সদস্যদের পরনের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আমরা পরিবার নিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছি। জরুরীভাবে সরকারি, বেসরকারি বা সমাজের বিত্তবানদের সহযোগীতা প্রয়োজন।

মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উপজলো প্রশাসনের সাথে কথা বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সার্বিক সহযোগীতা করা হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ