ধুনটে আনন্দপাঠ’র যাত্রা শুরু

 

আবু সুফিয়ান.



ধুনট বদলের শ্লোগান নিয়ে যাত্রা শুরু করলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘আনন্দপাঠ’। বগুড়ার ধুনট উপজেলা সদরের চরপাড়ায় প্রতিষ্ঠানের ক্যাম্পাসে শুক্রবার বিকেলে ‘আনন্দপাঠ’ নাম ঘোষণা করেন কর্তৃপক্ষ।

পাঠ্যপুস্তকের পাশাপাশি নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সমন্বয়ে শিশু’র মেধা বিকাশের অঙ্গিকার আনন্দপাঠের। কাঁধ থেকে বই এর বোঝা কমিয়ে শিশুর প্রয়োজন আনন্দময় শিক্ষা জীবন। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের নাম ঘোষণা অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুল খালেক, ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম শামীম, মুঞ্জিল হোসেন, আল ফারুক মন্ডল, ধুনট ডিগ্রি কলেজের প্রভাষক এসএম আরিফ বিল্লাহ, স্কুল শিক্ষিকা চয়নিকা সাথী, ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের সংগঠন ফারিয়া’র সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মারজান হোসেন রুবেল, প্রতিষ্ঠানের পরিচালক অপূর্ণ রুবেল, শাহীনুর ইসলাম শাহীন, অচিন্ত্য চয়ন ও আমিনুল ইসলাম শ্রাবণ।

অনুষ্ঠানে বক্তারা শিশুর মেধা বিকাশে ব্যাতিক্রমধর্মী এ শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্যোগের প্রশংসা করেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের লোগো উম্মোচন করেন এলাকার প্রবীণরা। পরে তারা উপস্থিত শিশুদের হাতে লোগোটি তুলে দেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ১ জানুয়ারী ‘আনন্দপাঠ’ এর শিক্ষা কার্যক্রম শুরু হবে।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ