ধুনটে আন্ত:শ্রেণি ক্রিকেট টুর্নামেন্টের চুড়ান্ত খেলা

বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজের আন্ত:শ্রেণি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এ খেলার আয়োজন করে। টুর্নামেন্টটিতে ৮টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় এইচএসসি ২০২১ একাদশকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সম্মান শ্রেণি একাদশ।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ধুনট সরকারি ডিগ্রি কলেজ মাঠে ফাইনাল খেলার বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক আবদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ধুনট সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক এসএম আবু জাফর সিদ্দিক, মাসুদ রানান, সাইফুল ইসলাম, শাহিনুর ইসলাম, এসএম আরিফ বিল্লাহ, শরীর চর্চা শিক্ষক সাজিয়া শার্মিন, লাইব্রেরীয়ান জান্নাতুল ফেরদৌস, সুপারিনটেনডেন্ট ইব্রাহিম হোসেন, ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ ও যুগ্ম আহবায়ক সোহানুর ইসলাম সোহাগ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ