
স্টাফ রিপোর্টার.
ধুনট বার্তা ডটকম।
বগুড়ার ধুনট উপজেলায় তারাকান্দি দক্ষিণপাড়া আবু সোয়েব ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শাকদহ ফুটবল একাদশ ও বুরুঙ্গীপাড়া ফুটবল একাদশ চুড়ান্ত প্রতিযোগীতায় অংশগ্রহন করে।
খেলা শেষে বিজয়ী দল বুরুঙ্গীপাড়া ফুটবল একাদশের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী আবু মোহাম্মদ রাশেদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল, ইউপি সদস্য তোজাম্মেল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন লিটন, পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান, রনজু মল্লিক, ব্যবসায়ী আলহাজ্ব জিএম সম্রাট, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি কোরবান আলী, খেলা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোজাহার আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, যুবলীগ নেতা ইব্রাহিম হোসেন, সমাজসেবক বাদশা মিয়া, আব্দুল লতিফ ও ইয়াসিন আলী প্রমূখ।

