ধুনটে আ.লীগের কর্মী সমাবেশ

কর্মী সমা‌বে‌শের ভি‌ডিও প্র‌তি‌বেদন

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার আমেনা ময়েন অলোয়া মথুরাপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। সভায় সভাপতিত্ব করেন মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের।

মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোর্তজার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসীন আলম, সহসভাপতি শফিকুল ইসলাম, রেজাউল করিম রেজা, আওয়ামী লীগ নেতা প্রভাষক ফরিদুল ইসলাম, আল হেলাল, আলেফ বাদশা, জহুরুল ইসলাম তছু, হারুন-অর-রশিদ সেলিম, আজাহার আলী ভূঞা, শহিদুল ইসলাম, আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহসভাপতি আলীম আল রাজী বুলেট, যুবলীগ নেতা জুয়েল রানা, ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনি, জাকারিয়া খন্দকার, কৃষক লীগ নেতা আলী আকবর, আব্দুর রশিদ ও শ্রমিক লীগ নেতা রুবেল মাহমুদ প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ