ধুনটে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আমিনুল ইসলাম শ্রাবণ



বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি কুদরত-ই খুদা জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রশিদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন।

সমাবেশে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ