ধুনটে আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

 

আবু সুফিয়ান.



বগুড়ার ধুনট উপজেলায় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষ্যে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস ছাত্তার, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. আল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস ছালাম, আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আফসার আলী, তথ্য ও গবেষনা সম্পাদক মোজাহারুল আনোয়ার মুঞ্জু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রেজাউল হক শান্তি, ভান্ডারবাড়ী ইউনিয়ন আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম, চিকাশী ইউনিয়ন আ.লীগের সভাপতি আলেফ বাদশা, চৌকিবাড়ী ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসেন মন্ডল, পৌর আ.লীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, নিমগাছী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, গোসাইবাড়ী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, এলাঙ্গী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, ধুনট ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলিম আল রাজী বুলেট, সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিএস ফেরদৌস আলম শ্যামল।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ