Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতৃবৃন্দ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব করেছেন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ অনাস্থা প্রস্তাব ঘোষনা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন সাংগঠনিক নীতিমালা বহির্ভূতভাবে দল পরিচালনা করছেন।
তারা ক্ষমতার অপব্যবহার করে সংগঠনের ত্যাগী নেতা-কর্মীদেরকে দল থেকে অব্যাহতি, নতুন ব্যক্তিদের দলে অন্তর্ভূক্তি এবং ওয়ার্ড পর্যায়ের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন কার্যক্রম শুরু করেছেন। এখন পর্যন্ত তারা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের প্রায় ৬৭ জন নেতা-কর্মীকে দল থেকে অব্যাহতি দিয়েছেন।
২০২১ সালের ৩০ জানুয়ারী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পরাজিত হন। এরপর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৬ জন প্রার্থী বড় ব্যবধানে পরাজিত হয়। এসব নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দলের ত্যাগী নেতা-কর্মীদেরকে অবৈধভাবে পদ থেকে অব্যাহতি দিয়েছেন।
এতে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সাংগঠনিক নীতিমালা না মেনে দলীয় পদ থেকে অব্যাহতি এবং অর্থের বিনিময়ে ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠন শুরু করায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। ফলে উপজেলা আওয়ামী লীগের দুই তৃতীয়াংশ নেতা-কর্মী সভাপতি ও সাধারণ সম্পাদককে অনাস্থা প্রস্তাব করে রেজ্যুলেশনে স্বাক্ষর করেছেন।
সেই সাথে সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করা হয়েছে। অনাস্থা প্রস্তাবের রেজ্যুলেশনের কপি জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবর পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম রেজা, রেজাউল করিম দুলাল, শফিকুল ইসলাম শফি, মুহাম্মদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক আফছার আলী, কোষাধ্যক্ষ আনিছুর রহমান, ত্রান বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেনসহ ৪১ জন নেতা অংশ নেন।
এ বিষয়ে ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ধুনট বার্তাকে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নৌকা বিরোধী নেতা-কর্মীদেরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কেন্দ্র থেকে দেয়া হবে। দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনাস্থা প্রস্তাব করার কোন সুযোগ নেই।
