ধুনটে আ.লীগ নেতাসহ ২০জনের বিরুদ্ধে হত্যা মামলা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় জুয়া খেলা ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে জনসমক্ষে আরিফুল ইসলাম হিটলুকে (৩৮) কুপিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। নিহত হিটলু উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের আব্দুল আজিজের ছেলে।

    মঙ্গলবার সকালের দিকে নিহত হিটলুর স্ত্রী শেফালী খাতুন বাদি হয়ে উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেড়েরবাড়ি গ্রামের নবাব আলীসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

    মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম হিটলুর পেশা ছিল জুয়া খেলা ও মাদক ব্যবসা। প্রতিবেশী আব্দুল মালেক ছিল তার অংশিদার। হিটলুর বিরুদ্ধে পুলিশ সদস্যকে পেটানো, মাদক ও জুয়া আইনে ৮টি মামলা এবং আব্দুল মালেকের বিরুদ্ধে পুলিশ পেটানো ও মাদক দ্রব্য আইনে ২টি মামলা রয়েছে। জুয়া খেলা ও মাদক ব্যবসার টাকা ভাগবাটোয়ারা নিয়ে কয়েক মাস আগে থেকে হিটলু ও মালেকের মধ্যে দ্ব›েদ্বর সৃষ্টি হয়। তখন থেকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’জন পৃথক ভাবে দল গঠন করে। এ অবস্থায় আব্দুল মালেকের গ্রæপের নবাব আলীকে শবে বরাতের রাতে অপহরণের চেষ্টা করে হিটলু ও তার লোকজন। এ ঘটনার পর থেকে তাদের বিরোধ আরও তুঙ্গে ওঠে।

    এদিকে ১৬ এপ্রিল সন্ধ্যার দিকে হিটলু ও তার লোকজন আব্দুল মালেককে কুপিয়ে জখম করে। এতে হিটলুর উপর ক্ষুব্ধ হয়ে ওঠে আব্দুল মালেক, নবাব আলী ও তার লোকজন। তাদের শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে রাত ৯টার দিকে কৌশলে বাড়ি থেকে ডেকে এনে বেড়েরবাড়ি উচ্চ বিদ্যালয়ের পিছনের রাস্তায় হিটলুকে কুপিয়ে হত্যা করে। এরপর তারা লাশ টেনে হেঁচড়ে শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের টাইরপাড়া এলাকার একটি কবরস্থানে মাটি চাপা দিয়ে রাখে।

    এ বিষয়ে আওয়ামী লীগের সাবেক নেতা নবাব আলী বলেন, হিটলু এলাকার সন্ত্রাসী ছিল। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট হয়ে পড়েন। তাই ক্ষুব্ধ হয়ে গ্রামবাসি তাকে কুপিয়ে হত্যা করেছে। তবে এ হত্যাকান্ডের সাথে আমি জড়িত ছিলাম না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে আসামী করা হয়েছে।

    ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, হিটলু হত্যা মামলার আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ