
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি লুৎফর রহমান নুতু (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না …… রাজেউন)। সোমবার ভোর ৫টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি ধুনট শহরের চারমাথা জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা ছিলেন।
বাদ যোহর নামাজে জানাজা শেষে চরধুনট জান্নাতুল মাওয়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ্যতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৮ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহিসন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, সাংবাদিক মাসুদ রানা, রেজাউল হক মিন্টু ও উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান প্রমুখ।


