ধুনটে আ.লীগ সভাপতির বক্তব্য বিকৃতি করায় সংবাদ সম্মেলন

তারিকুল ইসলাম.

বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিকের বক্তব্য বিকৃতি করে প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন লিখিত বক্তব্যে বলেন, গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক বক্তব্য রাখেন। সেই বক্তব্যের ভিডিওটির অংশ বিশেষ বিকৃতি ভাবে প্রচার করছে আওয়ামী লীগ থেকে বহিস্কৃত ও সাময়িক অব্যাহতি পাওয়া কয়েকজন নেতা এবং তাদের অনুসারী। তারাই আবার ২৩ আগস্ট একটি বিশেষ মহলকে খুশী করার হীন উদ্দেশে বক্তব্যটির বিকৃত অংশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন। ওই সাংবাদিক সম্মেলনে মিথ্যাচার করে কাল্পনিক, ভিত্তিহীন, হাস্যকর ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে বক্তব্য দেয়া হয়েছে। বিগত পৌরসভা নির্বাচনে নৌকার বিপক্ষে ভোট করায় যেসব নেতাদের দল থেকে অব্যাহতি দিয়ে স্থায়ী বহিস্কারের জন্য রেজ্যুলেশন কেন্দ্রে পাঠানো হয়েছে, তারাই ওই সংবাদ সম্মেলন এবং বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।

তাদের এই মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিক সম্মেলন করায় দলের হাজার হাজার নেতা-কর্মী বিক্ষোভে ফেটে পড়েছে। দলের সভাপতি ১৫ আগস্টের আলোচনা সভায় বলেছিলেন, ছদ্মবেশী আওয়ামী লীগ যারা পাকিস্তানি এজেন্ট হিসেবে খন্দকার মোশতাক, তাহের ঠাকুর, জিয়াউর রহমানসহ ক্ষমতালোভীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। খন্দকার মোশতাকের অনুসারীরা এখনও আওয়ামী লীগের মধ্যে বিদ্যমান। সভাপতির বক্তব্যকে বিকৃতি করে প্রকাশ করায় আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সহদপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা আলেফ বাদশা, কামরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএস সবুজ, সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান মাহমুদ রাব্বি ও সাধারণ সম্পাদক পারভেজ হাসান প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ