আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। নির্বাচনে চেয়ারম্যান পদে ১০টি ইউনিয়নের জন্য প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামী লীগ। এদিকে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন প্রায় অন্তত এক ডজন প্রার্থী। ভোটের মাঠে যারা ছিলো আওয়ামী লীগের বিদ্রোহী। তবে তাঁদের মধ্য থেকে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন ৬জন ।
যেসব বিদ্রোহী প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু, ভান্ডারবাড়ী ইউনিয়নের একেএম নাজমুল হাসান পলাশ, ধুনট সদরে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, কালেরপাড়া ইউনিয়নে তারিকুল ইসলাম ও নিমগাছী ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাকির হোসেন।
চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা ধুনট বার্তাকে বলেন দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করেছিলাম। কিন্তু মনোনয়ন পাইনি। নির্বাচনে অংশ গ্রহনের জন্য মনোনয়ন সংগ্রহ এবং দাখিল করি। যাচাই বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনাও হয়। কিন্তু দলের শৃঙ্খলা রক্ষা এবং দলীয় নির্দেশনা মেনে আমার মনোয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।