ধুনটে ইছামতি নদীর উৎসমুখের বাঁধ অপসারণের পরিকল্পনা


বগুড়ার ধুনট উপজেলায় ইছামতি নদীর উৎসমুখের বাঁধ অপসারণের লক্ষ্যে ওই বাঁধ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) প্রতিনিধি দল। শনিবার দুপুরের দিকে উপজেলার ধামাচামা গ্রামে ইছামতি নদীমুখে নির্মিত ওই বাঁধটি পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উজানে বগুড়ার সারিয়াকান্দি থেকে বাঙালী নদীর একটি শাখা ইছামতি নামধারণ করে বগুড়ার ধুনট উপজেলা হয়ে হয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মধ্য দিয়ে দক্ষিণে হুরা সাগরে মিলিত হয়েছে। ২০০৮ সালে ধুনট উপজেলার ধামাচামা গ্রামে ইছামতি নদীর উৎসমুখে বাঁধ নির্মাণ করেছে। ফলে বাঙ্গালী নদী থেকে ইছামতি নদীতে পানি প্রবাহ বন্ধ হয়ে নদীটি মরা খালে পরিণত হয়েছে। বাপা ও বিবিসিএফ সংগঠনের পক্ষ থেকে ইছামতি নদীতে পানি প্রবাহ সৃষ্টির লক্ষ্যে বাঁধ অপসারণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বাঁধ এলাকা পরিদর্শন দলের নেতৃত্বে দেন বাপা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও  বিবিসিএফ’র সভাপতি প্রফেসর এস এম ইকবাল। তাদের সফল সঙ্গী ছিলেন, সহযোগী অধ্যাপক মতিউর রহমান, অধ্যাপক ছালজুর রহমান, বাপা বগুড়া জেলা শাখার যুগ্ম সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার, কোষাধ্যক্ষ জাকিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, সদস্য তাহমিনা পারভীন শ্যামলী, সেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন মুক্তজীবনের উপদেষ্টা সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম, সভাপতি সাংবাদিক দীপক কুমার কর, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংবাদিক জাহিদুল ইসলাম ও ইউপি সদস্য মজনু মিয়া। বাঁধটি পরিদর্শন শেষে স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ