ধুনটে ইজতেমা ময়দানে জুমআ’র নামাজের জামাতে মুসল্লির ঢল

জা‌হিদুল ইসলাম.

বগুড়ার ধুনট পৌর এলাকার পূর্ব ভরনশাহী ইছামতি নদীর তীরে আঞ্চ‌লিক বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন ছিল শুক্রবার। ইজতেমা ময়দানে এদিন বড় জামাতে জুমআ’র নামাজ অনুষ্ঠিত হয়েছে। জুমআ’র নামাজে অংশ নিতে শুক্রবার সকাল থেকেই ইজতেমা ময়দানে বাড়তে থাকে মুসল্লিদের সংখ্যা। জুমাআ’র নামাজের খুৎবা শেষে ইমামতি করেন ঢাকা কাকরাইলের মুরব্বি মাওলানা আব্দুল মতিন। জুমআ’র নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন মুফতি মশিউর রহমান।

শনিবার দুপুর ১২টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। ঢাকা কাকরাইল মসজিদের আলমী শুরার তত্ত্বাবধানে এ ইজতেমা পরিচালিত হচ্ছে। প্রতিদিন ফজর, যোহর, আছর ও মাগরিবের নামাজের পর মুরব্বিরা বয়ান পেশ করছেন। ইজতেমায় বয়ান বাংলা ভাষায় করা হচ্ছে। নবী রাসূলের তরিকা ও আল্লাহর ইবাদত বন্দেগীসহ ধর্মীয় বিষয়াদী নিয়ে ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করছেন।

ইজতেমা আয়োজক কমিটির শুরা সদস্য খোরশেদ আলম ধুনট বার্তা‌কে ব‌লেন, ইজতেমা ময়দানে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবক দল কাজ করছেন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব সময় সহযোগিতা করে যাচ্ছেন। ইজতেমার আখেরী মোনাজাত পরিচালনা করবেন ঢাকা কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আব্দুল মতিন।

ধুনট থানার ও‌সি কৃপা সিন্ধু বালা ধুনট ধুনট বার্তা‌কে জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মুসল্লিরা ইজতেমা ময়দানে অবস্থান করছেন। নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা নিয়োজিত রয়েছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ