
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার উদ্যোগে মে দিবসের র্যালী, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষ্যে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী শ্রমিক আন্দোলন ধুনট উপজেলা শাখার সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সেক্রেটারি শাহিন আলম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটি ধুনট উপজেলা শাখার সভাপতি আসাদুল শেখ, ইসলামী যুব আন্দোলন ধুনট উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান ও ইসলামী ছাত্র আন্দোলন ধুনট উপজেলা শাখার সভাপতি আবু বকর সিদ্দিক।

সভায় বক্তারা শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা করেন এবং সরকারের কাছে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা ও নায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। আলোচনা সভা বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

