ধুনটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 

আশরাফুল আলম.


বগুড়ার ধুনট উপজেলায় ২০পিস ইয়াবা জাহিদুর রহমান ওরফে জাহিদ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার বিশ্বহরিগাছা গ্রামের নিজবাড়ী থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত জাহিদুর ওই গ্রামের আল মাবুদের ছেলে।

ধুনট থানার এসআই রেজাউল ইসলাম ধুনট বার্তাকে জানান, জাহিদুর ইসলাম এলাকায় গোপনে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজবাড়ী থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তার বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে জাহিদুরকে কারাগারে পাঠানো হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ