
বগুড়ার ধুনট উপজেলায় ঈদের নতুন জামা কিনে না দেওয়ায় বাবার উপর অভিমান করে মহুয়া খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহত মহুয়া খাতুন উপজেলার প্রতাব খাদুলী গ্রামের মাজেম আলী তালুকদারের মেয়ে এবং স্থানীয় খাদুলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী।
শনিবার (৮এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাব খাদুলী গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরের পর থানা পুলিশ ঘরের ভেতর থেকে মহুয়া খাতুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে মহুয়া খাতুন তার বাবার কাছে একটি নতুন জামা কেনার বায়না ধরেছিল। কিন্তু তার দরিদ্র বাবা জামা কিনে দিতে চাননি। এতে বাবার ওপর অভিমান করে নিজের পড়ার কক্ষের ভেতর ধর্ণার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মহুয়া। সংবাদ পেয়ে বগুড়ার (শেরপুর-ধুনট সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার সজীব সাহরীন ও ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মহুয়ার মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

