ধুনটে উইপোকার বাসা দেখতে দর্শনার্থীর ভীড়, অবশেষে সাপের বাসা।

কারিমুল হাসান লিখন, ধুনটঃ

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নস্থ সাতবেঁকী গ্রামের প্রাচীন বাঁশ ঝাড়ে রহস্য জনক ভাবে ৩ মাস যাবৎ বেড়ে ওঠা উঁচু মাটির স্তুপ লক্ষ করা যায়। ২৫ এপ্রিল ২০১৭ মঙ্গলবার সকালে মাটির স্তুপের ভিতর থেকে অদ্ভুত আওয়াজ আসতে থাকে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দর্শনার্থীরা জানান, আমরা মাটির স্তুুপটি দেখেছি এবং মৃদু অদ্ভুত আওয়াজও শুনেছি। আশ্চার্যের বিষয় হলো সেখানে কিছু ফুল, আগরবাতী ও মোমবাতী পড়ে থাকতে দেখা গেছে। তবে কেহ কখনো ঐ মাটির স্তুপকে কেন্দ্রকরে কোন রকম পুজা আর্চনা করতে দেখেনি। স্থানীয় দর্শনার্থীরা কৌতুহলী হয়ে মোমবাতী, ফুল ও আগরবাতী ঐ স্থানে ফেলতে পারে বলে ধারনা করা হচ্ছে। বেলা বারার সাথে সাথে দর্শনার্থীর ভীর জমে জমে যায়। আসলে এই মাটির স্তুপটি কেন? এমন হাজার প্রশ্নের মাঝে হঠাৎ উৎসুক দর্শনার্থীরা মাটির স্তুপটি ভেঙ্গে ফেলে। পরে সেখানে উইপোকার সন্ধান পাওয়া যায়। উৎসাহে মাটি খোরার পর কিছু কিছু গর্ত পাওয়া যায়, যার মধ্যে বিড়ল প্রজাতির সুঁং গুই (গ্রাম্য ভাষায় গুঁই সাপ প্রজাতী) এর অস্তিত্ব পাওয়া যায়। ঐসব গর্তে বিষধর সাপও আছে বলে ধারনা করছে স্থানীয় লোকজন ও দর্শনার্থীরা।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ