Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ও চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ওয়ার্ডের ২জন সদস্যর শুন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। মৃত্যুজনিত কারণে ২০২২ সালের ২৩ নভেম্বর এ দু’টি পদ শুন্য ঘোষণা করা হয়।
বুধবার ধুনট উপজেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার মোকাদ্দেছ আলী আগামী ১৬ মার্চ ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করে এই তফসিল ঘোষনা করেন। ইলেক্ট্রোনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮.৩০টা হতে বিকেল ৪.৩০টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯ ফেব্রুয়ারী, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারী এবং ভোটগ্রহণ ১৬ মার্চ।
উল্লেখ্য, উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১,২,৩ নম্বর ওয়ার্ডের সদস্য সাদিয়া ইসলাম ২০২২ সালের ২৩ অক্টোবর এবং চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১,২,৩ নম্বর ওয়ার্ডের সদস্য চায়না খাতুন ২০২২ সালের ১৬ নভেম্বর মৃত্যুবরণ করেন। গত ২০২১ সালের ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিয়ে সাদিয়া ইসলাম ও চায়না খাতুন সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন।