
বগুড়ার ধুনট উপজেলায় একই রাতে গোয়ালঘরের তালা ভেঙ্গে দুই কৃষকের ৫টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার চালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এরমধ্যে চালাপাড়া তালুকদারবাড়ি গ্রামের রজিব উদ্দিনের ছেলে আব্দুল হামিদের ২টি এবং একই গ্রামের তাজু মন্ডলের চেলে বাদশা মন্ডলে ৩টি গরু চুরি হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক আব্দুল হামিদ ও বাদশা মন্ডল দীর্ঘদিন ধরে বসতবাড়ির বাহিরের আঙ্গিনায় গোয়ালঘরে গরু পালন করেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে গোয়ালঘরে গরু রেখে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন তারা।
মধ্যরাতের কোন এক সময় দুর্বৃত্তরা দুইটি গোয়ালঘরের তালা ভেঙ্গে ৫টি গরু চুরি করে নিয়ে যায়। ভোরবেলা গোয়ালঘরে গিয়ে কৃষকেরা বিষয়টি টের পান। এতে আব্দুল হামিদের প্রায় ২লাখ টাকা এবং বাদশা মন্ডলের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ধুনট বার্তাকে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।


