কারিমুল হাসান লিখন.
বগুড়ার ধুনট উপজেলায় এতিম ও দুস্থ্যদের মাঝে আসন্ন ঈদুল ফিতর কে সামনে রেখে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা বাজারে মাজবাড়ী পল্লী উন্নয়ন সংস্থা (এমপিএস) এর আয়োজনে এ সামগ্রী বিতরণ করা হয়। সংস্থার এমডি মানসুর আলম উপস্থিত থেকে এলাকার এতিম ও দুস্থদের মাঝে কাপড় ও সেমাই, চিনি ও সাবানসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মাজবাড়ী পল্লী উন্নয়ন সংস্থার শো-রুম ম্যানেজার নুরনবী হাসান, মাজবাড়ী পল্লী উন্নয়ন সংস্থার কর্মী মেহেদী হাসান, সোহেল রানা, নাঈম হাসান, ফেরদৌস জামান, লক্ষী রাণীসহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিগন।
ঈদ সামগ্রী বিতরনের পুর্বে মাজবাড়ী পল্লী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বিশেষ মোনাজাত করা হয়।


