ধুনটে এমপি হাবিবের গণসংযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ জনপদে বাড়ী বাড়ী ঘুরে গণসংযোগ করলেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। সোমবার দিনব্যাপী গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী গ্রামে গণসংযোগ করেন তিনি। এসময় তিনি এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করে তাদের খোঁজ খবর নেন। এছাড়া এমপি হাবিবর রহমান সরকারের বিভিন্ন সাফল্যের বার্তা তুলে ধরেন মানুষের কাছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা ঘরে ঘরে সারকারের সাফল্য পৌছে দিয়েছেন। মানুষ সরকারের সুযোগ সুবিধাগুলো সহজে ভোগ করছেন। সরকারের সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় তিনি আগামীতেও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে অংশ নেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক মহসিন আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি কুদরত-ই খোদা জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পপি রানী সাহা, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন, ভান্ডারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রমুখ নেতৃবৃন্দ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ