কারিমুল হাসান লিখন.
বগুড়ার ধুনটে ওয়ারেন্টভূক্ত ৪ আসামি গ্রেফতার হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার পারধুনট গ্রামের মৃত মোজাম্মেল হক মন্ডলের ছেলে আক্তার হোসেন (২৮), বিশা প্রামানিকের ছেলে সেলিম হোসেন (২০), বসতুল্লাহ সরকারের ছেলে আব্দুল করিম (২৭), মৃত ওসমান গনির ছেলে আব্দুল আজিজ (৩২) ও আব্দুর রশিদ আকন্দের ছেলে লুৎফর আকন্দ (২৮)।
তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩ ও ৪ ধারার মামলা রয়েছে। বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আমলী আদালত কর্তৃক আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিলো। তারই ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশ।



