
বগুড়ার ধুনট উপজেলায় নিমগাছি ইউনিয়নের ২, ৩, ৪ ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার বিকেল ৫টার দিকে সোনাহাটা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক।
নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাছিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদরত-ই-খুদা জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহদপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য খন্দকার শাহ আলম, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সোনিতা নাসরিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, আওয়ামী লীগ নেতা আনছার আলী, ফেরদৌস হোসেন, আব্দুর রহিম, মোকছেদ, জাহিদুল ইসলাম, ইদ্রিস আলী, বাচ্চু, আনিছার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএস সবুজ, সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, আওয়ামী লীগ নেতা বাহাদুর আলী, কামরুল ইসলাম, সাইফুল ইসলাম মুঞ্জু, সামছুল বারী, ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, কৃষক লীগ নেতা সাচ্চু মল্লিক, সৈনিক লীগ নেতা এসএম আব্দুল্লাহ হারুন বাবু, শ্রমিক লীগ নেতা জামাল উদ্দিন প্রমুখ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলমান রয়েছে।


