ধুনটে কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের উদ্বোধন

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি নিয়ামতিয়া আফরোজা কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করেছে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার। এতে ব্যয় হয়েছে প্রায় ২৯ লাখ টাকা।

রোববার দুপুরের দিকে আনুষ্ঠানিক ভাবে ভবনটির উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাঁচথুপি নিয়ামতিয়া আফরোজা কমিউনিটি ক্লিনিকের সভাপতি ইউপি সদস্য আবু হাসান হিরা।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান মহসীন আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাদেকুর রহমান, সিএইচসিপি এ্যাসোশিয়সনের কেন্দ্রীয় কমিটির সাবেক মহাসচিব আফাজ উদ্দিন।

সভায় আরো বক্তব্য রাখেন চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, সিএইচসিপি আবু সুফিয়ান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ