Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের বড়চাপড়া গ্রামে একই রাতে কমিউনিটি ক্লিনিক ও দিনমজুরের ঘরে দুইটি চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কমিউনিটি ক্লিনিক থেকে নগদ টাকা ও আসবাবপত্র এবং রকি নামে এক দিনমজুরের ঘর থেকে একটি অটোভ্যান চুরি করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) শামীমা আকতার ধুনট থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেছেন। এ ঘটনায় কমিউনিটি ক্লিনিকের প্রায় ৩০ হাজার টাকা এবং দিনমজুরের প্রায় অর্ধলাখ টাকার ক্ষতি হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শামীমা আকতার বুধবার বেলা ৩টার দিকে কাজ শেষে কর্মস্থল তালাবদ্ধ করে বাড়ি চলে যান। বুধবার দিবাগত রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরের ওই কমিউনিটি ক্লিনিকের মূল দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ টাকাসহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে তিনি কমিউনিটি ক্লিনিকে এসে বিষয়টি টের পান। পরে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে দুপুরের দিকে তিনি থানায় জিডি করেছেন। অপরদিকে ওই কমিউনিটি ক্লিনিক থেকে প্রায় ১০০ গজ দূরে রকি নামে এক দিনমজুরের বাড়ি। সে বড়চাপড়া গ্রামের অপফর আলীর ছেলে।
প্রতিদিনের মতো বুধবার রাতে অটোভ্যান একটি ঘরে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়ে রকি। চোরেরা ওই রাতেই ঘরের তালাভেঙ্গে অটোভ্যানটি চুরি করে নিয়ে গেছে। এতে জীবিকার একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে রকি।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।
