ধুনটে কমিউনিটি পুলিশিং ফোরামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার.


আগামী ২৬ সেপ্টেম্বর বগুড়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমান উপলক্ষে ধুনট উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় ধুনট থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি গোলাম সোবাহানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন।

সিপিও এস আই নুরুজ্জামান সরদারের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম।

এসময় উপজেলার সকল ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।


 

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ