ধুনটে কমিশন বৃদ্ধির দাবীতে সার ডিলারদের স্মারকলিপি


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    চাহিদা অনুযায়ী সার সরবরাহ ও ডিলারদের কমিশন বৃদ্ধির জন্য কৃষি মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বগুড়ার ধুনট উপজেলার সার ডিলারগণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের নিকট তারা স্মারকলিপিটি হস্তান্তর করেন। এরআগে উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের নিকট স্মারকলিপির একটি কপি হস্তান্তর করা হয়েছে।

    স্মারকলিপিতে ডিলারগণ উল্লেখ করেছেন ১৯৯৬ সাল থেকে তারা সার ডিলার হিসেবে সরকারি নির্দেশনা মেনে কৃষকের দোড় গোড়ায় সার সরবরাহ করে আসছেন। বিগত ২৬ বছরে বিভিন্ন সময়ে সারের মূল্য বৃদ্ধি, সার পরিবহনের ব্যয় বৃদ্ধি, সার সংরক্ষণের গুদাম বা দোকান ঘর ভাড়া, কর্মচারীদের বেতন, শ্রমিকদের মজুরী ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেয়েছে। ব্যয়ের তুলনায় মুনাফা কমলেও সার ডিলারগণ সরকারের ভাবমূর্তী রক্ষায় কৃষকদের মাঝে সুষ্ঠ ভাবে সার বিতরণ করে আসছেন। এজন্য স্মারকলিপিতে ডিলারদের সার বিতরণের ক্ষেত্রে চাহিদা সমন্বয় এবং সারের বস্তা প্রতি পরিবহন ও বিক্রয় কমিশন ১০০টাকা থেকে ২০০টাকা সমন্বয় করার দাবী জানান।

    স্মারকলিপি প্রদানকালে সার ব্যবসায়ী মোজাফ্ফর রহমান, আলহাজ্ব ইয়াকুব আলী, রোজিনা খাতুন, মাহবুবুল হাসান বুলবুল ও ফজলার রহমান মিলন সরকার উপস্থিত ছিলেন।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ