ধুনটে কাপড়ের দোকানে চুরি

কারিমুল হাসান লিখন.


বগুড়া ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের জয়শিং গ্রামে কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে ওই গ্রামের নুরুন্নবী’র নূরী বস্ত্র বিতানে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কাপড় ব্যবসায়ী নুরুন্নবী জানান, সোমবার দিবাগত রাতে অজ্ঞাত চোরেরা তালা ভেঙ্গে দোকান ঘরে প্রবেশ করে। তারা ওই দোকান ঘরের ক্যাশে থাকা প্রায় ৬০ হাজার নগদ টাকা এবং দোকানের কয়েক লাখ টাকার কাপড় চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ