ধুনটে কারখানায় অগ্নিকান্ডে মালামাল পুড়ে ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় হাসান অটোবি ফার্ণিচার নামে এক কারখানায় অগ্নিকান্ডে নতুন আসবাবপত্র ও আসবাবপত্র তৈরীর সরঞ্জামাদি পুড়ে ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ধুনট-গোসাইবাড়ি সড়কের চারতলার পূর্ব পাশে হাসান অটোবি ফার্ণিচারের কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ধুনট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার সামশুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে দমকল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

কারখানা মালিক ইউনুছ খান ধুনট বার্তাকে বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ৯টার দিকে কারখানা বন্ধ করে বাড়ি চলে যান। রাত ১২টার দিকে বাজারের নাইট গার্ড মোবাইল ফোনে জানায় কারখানায় আগুন লেগেছে। সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। অগ্নিকান্ডে ওই কারখানায় রক্ষিত প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ