ধুনটে কালেরপাড়ার প্যানেল চেয়ারম্যান হলেন বিপ্লব


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    ধুনট (বগুড়া) প্রতিনিধি.

    বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনিত হয়েছেন বিপ্লব হোসেন। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। বুধবার বিকেলের দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের সচিব জানে আলম এ তথ্য নিশ্চিত করেন।

    ইউপি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৩ এপ্রিল নির্বাচনে উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম ফটিক নির্বাচিত হন। বার্ধক্যজনিত কারনে তিনি ১৫ ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন। এ কারণে উপজেলা নির্বাচন কর্মকর্তা এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শুন্য ঘোষনার প্রস্তাব পাঠিয়েছেন নির্বাচন কমিশনে। সরকারি বিধি মোতাবেক ২০১৯ সালের ৬ মার্চ অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সভায় বিপ্লব হোসেনকে ১ নম্বর প্যানেল চেয়ারম্যান মনোনিত করে রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের আলোকে চেয়ারম্যান সাইফুল ইসলামের মৃত্যুর পর সদস্য বিপ্লব হোসেন প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গঠনের একটি রেজুলেশনের ফটোকপি পেয়েছি। ওই রেজুলেশনে ১ নম্বর প্যানেল চেয়ারম্যান হিসেবে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বিপ্লব হোসেনের নাম উল্লেখ রয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ