ধুনটে কালোবাজারে চাল বিক্রির অভিযোগে ডিলারশিপ বাতিল

আ‌বু সু‌ফিয়ান.


বগুড়ার ধুনট উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল কালোবাজারে বিক্রির অভিযোগে আমিনুল ইসলাম ঠান্ডু নামের একজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচীর কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। আমিনুল ইসলাম কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামের বাসিন্দা। তিনি কালেরপাড়া ইউনিয়নের জন্য খাদ্যবান্ধব কর্মসূচীর নিয়োগকৃত ডিলার ছিলেন।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচীর কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। সভায় কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নূর মোহাম্মদসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নূর মোহাম্মদ ধুনট বার্তা‌কে বলেন, ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসুচীর চাল বিক্রয়ের জন্য সরকারীভাবে ২০ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে কালেরপাড়া ইউনিয়নে আমিনুল ইসলাম ঠান্ডু কান্তনগর বাজার এলাকায় এবং ফারহান ইশতিয়াক সনম কালেরপাড়া গ্রামে সু‌বিধা‌ভোগী‌দের ম‌ধ্যে চাল গুলি বিক্রি করে আসছিলেন।

আমিনুল ইসলাম ঠান্ডু খাদ্য গুদাম থেকে সরকারি চাল উত্তোলন করে, কিন্তু চালগুলো সুবিধাভোগি সদস্যদের বিতরণ করেনি। পরবর্তিতে তিনি ওই চালগুলো কালোবাজারে বিক্রি করেন। যা গত ২৭ অক্টোবর ভোর ৪টার দিকে ট্রাক যোগে চাল গুলো ডিলারের গুদাম থেকে ক্রেতার উদ্দেশ্যে নিয়ে যা হচ্ছিল। স্থানীয় একব্যক্তি বিষয়টি বুঝতে পেরে ৯৯৯ -এ কল করে বিষয়টি অবগত করেন। ওই ফোন কলের সূত্র ধরে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে কান্তনগর বাজার এলাকার রাস্তা থেকে ৩ হাজার ১৯০ কেজি চাল বোঝাই একটি ট্রাক জব্দ করে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তা‌কে বলেন, সরকারি চাল কালোবাজারে পাচারকালে ৩হাজার ১৯০ কেজি চালসহ একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় চাল বিক্রেতা ডিলার আমিনুল ইসলাম ঠান্ডু, ক্রেতা মিঠু মিয়া ও ট্রাক চালক শাহ আলমকে আসামী করে ধুনট থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় ট্রাক চালক শাহমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ অপর দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা করছে।

খাদ্যবান্ধব কর্মসূচীর সভাপতি উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত ধুনট বার্তা‌কে বলেন, খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারের বিরুদ্ধে কালো বাজারে সরকারি চাল বিক্রির অভিযোগে মামলা দায়ের হয়েছে। একারনে কমিটির সভায় তার ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া একই ইউনিয়নের নিয়োগকৃত অপর ডিলার ফারহান ইসতিয়াক সনমকে আমিনুল ইসলাম ঠান্ডুর স্থলে অস্থায়ী ডিলার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ