কারিমুল হাসান লিখন.
বগুড়া ধুনটে কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ধুনট এন. ইউ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় উপজেলার ২৪টি কিন্ডার গার্টেন স্কুলের ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ১৩৪৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ছাত্র ৮০১ ও ছাত্রী ৫৪৬ জন।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন ধুনট উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, এ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, সদস্য সচিব শাহ আলম, কেন্দ্র সচিব মামনুর রশিদ সোহান, সহ কেন্দ্র সচিব তৌহিদুল আলম, কেন্দ্র সচিব হারুন উর রশিদ, সহ কেন্দ্র সচিব আসাদুজ্জামান, ধুনট এন. ইউ.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, ধুনট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র সাহা, ধুনট ডিগ্রি কলেজের প্রভাষক ড. আবুল ফজল, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

