ধুনটে কু‌লি শ্রমিক ইউ‌নিয়নের ক‌মি‌টি গঠন

বগুড়ার ধুনট থানা কু‌লি শ্রমিক ইউ‌নিয়নের নতুন ক‌মি‌টি গঠন করা হয়েছে। শ‌নিবার বিকেলে ধুনট সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় চত্বরে ক‌মি‌টি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রাখেন ধুনট পৌর বিএন‌পির সভাপতি ও সাবেক মেয়র আ‌লিমু‌দ্দিন হারুন মন্ডল।

কু‌লি শ্রমিক আমজাদ হোসেন প্রামা‌নিকের সভাপতিত্বে অনু‌ষ্ঠিত সভায় আরও বক্তব‌্য রাখেন পৌর বিএন‌পির সি‌নিয়র সহসভাপ‌তি সাবেক পৌর কাউ‌ন্সিলর সানোয়ার হোসেন, সাবেক ইউ‌পি সদস‌্য খোরশেদ আলী, কাজী শ‌হিদুল ইসলাম, সাবেক কু‌লি শ্রমিক নেতা শাজাহান আলী ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম।

আলোচনা সভা শেষে ধুনট থানা কু‌লি শ্রমিক ইউ‌নিয়নের ৬ সদস‌্য বি‌শিষ্ট আং‌শিক ক‌মি‌টি ঘোষণা করা হয়। ক‌মি‌টির নেতারা হলেন সভাপ‌তি আ‌রিফ খাঁন, সহসভাপ‌তি মু‌ঞ্জিল হোসেন, সাধা‌রণ সম্পাদক মেহেদী হাসান হৃদয়, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, সাংগঠ‌নিক সম্পাদক শ‌হিদুল ইসলাম ও সহসাংগঠ‌নিক সম্পাদক আমজাদ হোসেন প্রামা‌নিক।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ