ধুনটে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    আমিনুল ইসলাম শ্রাবণ.

    বগুড়ার ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

    শনিবার দুপুর ১টায় ধুনট উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলার ১হাজার ২৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উক্ত বীজ ও সার বিতরণ করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।

    ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, বগুড়া সরকারি আযিযুল হক কলেজের ইংরেজী বিভাগে প্রভাষক মতিয়ার রহমান সাজু, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, ত্রাণ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, ধুনট উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুনজুরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস ছোবহান, শাহীনূর ইসলাম, জুয়েল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।

    উল্লেখ্য, অনুষ্ঠানে ২০১৯-২০ রবি খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ১হাজার ২৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, ভূট্টা, গম, পেয়াজ, সূর্যমূখী, চিনাবাদাম, শীতকালীন মুগ, গ্রীষ্মকালীন মুগ বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।


    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ