
বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে মাছ শিকারকে কেন্দ্র করে বিরোধের জের ধরে কৃষকের শাবলের আঘাতে মুকুল হোসেন (৪৫) নামে এক কাঠমিস্ত্রি আহত হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার রামপুরা-উলুরচাপড় খালের পাড়ে এ ঘটনা ঘটে। আহত মকুল রামপুরা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় আহত কাঠমিস্ত্রির ছোট ভাই বকুল হোসেন বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ওই অভিযোগে উলুরচাপর গ্রামের মতিউর রহমানের ছেলে কৃষক ফজলুর রহমানসহ ৫ জনকে আসামী করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামপুরা-উলুরচাপড় গ্রামের খালে প্রায় ২০ দিন আগে ফজলুর রহমান চায়না জাল দিয়ে মাছ শিকার করে। কয়েক দিন পর একই স্থানে মাছ শিকারের জন্য চায়না জাল পাতেন কাঠমিস্ত্রি মুকুল হোসেন। এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টাও চলছে।
এ অবস্থায় শুক্রবার সকাল ৭টার দিকে মুকুল হোসেন ঔষধ কেনার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় বাড়ির অদুরে রাস্তায় পৌছলে মুকুলকে শাবল দিয়ে পিটিয়ে আহত করে ফজলুর রহমান ও তার লোকজন। স্বজনরা মুকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে কৃষক ফজলুর রহমান ধুনট বার্তাকে বলেন, আমি যেখানে জাল পেতে মাছ শিকার করি, মকুল সেখানে দখল নিয়ে জাল পেতে মাছ ধরছে। এ বিষয়টি নিয়ে তার সাথে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম ধুনট বার্তাকে জানান, থানার একজন পুলিশ কর্মকর্তাকে (এসআই) অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তার তদন্ত প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


