ধুনটে কৃষক লীগের বর্ধিত সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলা কৃষক লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় ধুনট পৌর আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক লীগের সহসভাপতি ইসমাইল হোসেন।

সভাপতিত্ব করেন ধুনট উপজেলা কৃষক লীগের সভাপতি সাচ্চু মল্লিক। ধুনট উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আবু হানিফ, ধুনট উপজেলা কৃষক লীগের সহসভাপতি রাশেদ আল আমিন আলম, নূর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম, আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, কৃষক লীগ নেতা হাবিবুর রহমান, আব্দুল হাকিম, আলী আকবর, সোহেল রানা প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ