ধুনটে কৃষক লীগ নেতার ইন্তেকাল

ধুনট (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার ধুনট উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোকবুল হোসেন (৪২) ইন্তেকাল করেছেন। বুধবার ভোর ৫টায় ধুনট দক্ষিণ অফিসার পাড়ার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। নিহত মোকবুল হোসেন উপজেলার ছোটদিয়াড় গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকেল ৩টায় গ্রামের বাড়ীতে নামাজে জানাযা শেষে কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে কৃষক লীগ নেতা মোকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, পৌর মেয়র ও সাবেক সাধারণ সম্পাদক এজিএম বাদশাহ্, সহসভাপতি গোলাম সোবহান, আহসান হাবিব, প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, রবিউল আওয়াল, ভিপি সাইফুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি কুদরত-ই খুদা জুয়েল ও ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ