ধুনটে কৃষক হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের


আমিনুল ইসলাম শ্রাবণ.

বগুড়ার ধুনট উপজেলায় রঞ্জু মিয়া নামের কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। নিহতের স্ত্রী শিরিনা আকতার বাদী হয়ে রোববার রাতে ধুনট থানায় এ মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী মধ্যপাড়া গ্রামে মৃত মোকছেদ আলীর ছেলে রঞ্জু মিয়া একজন আদর্শ কৃষক। গত শুক্রবার রাতে বাড়ির অদূরে কৈয়ার বিলে নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করছিলেন। রাত সাড়ে ৯টায় পরিবারের লোকজন তার খোঁজ নিতে গিয়ে পাওয়ার টিলারের উপর রক্তাক্ত আহত অবস্থায় রঞ্জু মিয়াকে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রঞ্জু মিয়া মারা যায়।

মামলায় উল্লেখ করা হয়, শৈলমারী গ্রামের আলতাব হোসেনের ছেলে সুলতান আলী, ফিরোজ আহমেদ ও কফিল উদ্দিনের ছেলে আব্দুল হান্নান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি। মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এদিকে তাদের মাদক ব্যবসা পরিচালনার প্রতিবাদ করে আসছিল কৃষক রঞ্জু মিয়া। এতে ক্ষিপ্ত হয়ে সুলতান, ফিরোজ ও আব্দুল হান্নান লোকজন নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কৃষক রঞ্জু মিয়াকে হত্যা করেছে।

এ ঘটনায় রোববার রাতে রঞ্জু মিয়ার স্ত্রী শিরিনা আকতার বাদী হয়ে তিন জন নামীয় ও অজ্ঞাত ৫/৬জনকে আসামী করে ধুনট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভূক্ত আসামী ফিরোজ প্রামানিকের ৫দিনের রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার আদালতে হাজির করা হয়। বিচারক ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে ধুনট বার্তাকে জানান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কৃষক রঞ্জু মিয়াকে হত্যার ঘটনায় তার স্ত্রী শিরিনা আকতার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত এবং হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। একই সাথে মামলার আসামীদের গ্রেফতার করতে অভিযান চলছে।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ