ধুনটে কোরবানির পশু হাট ব্যবস্থাপনা কমিটির সভা

বগুড়ার ধুনট উপজেলায় কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, নির্ধারিত স্থানে পশু জবাই, বর্জ্য অপসারণ ও কাঁচা চামড়া ব্যবস্থাপনা বিষয়ে এক সভায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ধুনট উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

সভায় আরো বক্তব্য রাখেন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম, থানার এসআই রুহুল আমীন, ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক, এসএম মাসুদ রানা, আনোয়ার হোসেন, তোজাম্মেল হক, জাকির হোসেন জুয়েল, সোনালী ব্যাংক ধুনট শাখার ব্যবস্থাপক মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাংবাদিক রেজাউল হক মিন্টু ও আওয়ামী লীগ নেতা গোলাম সোবাহান।

উপজেলা প্রশাসন আয়োজিত সভায় কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অতিরিক্ত টোল আদায় না করা, পশুর স্বাস্থ্য পরীক্ষা, জাল টাকা সনাক্তকরণের ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলার ধুনট, মথুরাপুর, গোসাইবাড়ি ও সোনামুয়া হাটে এবার বেচাকেনা হবে কোরবানির পশু।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ