ধুনটে ক্যানসার ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা

আবু সুফিয়ান.

বগুড়ার ধুনট উপজেলায় ক্যানসার সচেতনা ও বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ধুনট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া সুলতানা, পৌর মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, উপজেলা কৃষক লীগের সভাপতি কুদরত-ই খুদা জুয়েল, সহকারী শিক্ষা অফিসার কফিল উদ্দিন, স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশনের পরিচালক শাহীন মিয়া ও ভরনশাহী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ